গাজীপুর জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব ও জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রবীণ রুকন মো. লুৎফর রহমান (৮১) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গাজীপুর সদর উপজেলার সাবেক আমীর ছিলেন এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার নামাজে জানাজা সন্ধ্যা ৭টায় নিজ বাসা সংলগ্ন শান্তিবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা রাত ৮টায় সমরাস্ত্র কারখানা মসজিদে সম্পন্ন হয়। এরপর তাকে সমরাস্ত্র কারখানা কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।

এছাড়া তার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মুহাম্মদ আবদুল হাকিম, মাওলানা মোঃ সেফাউল হক, জেলা সেক্রেটারি জনাব শফিউদ্দিন। শোক কবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।