আগামী ১ ডিসেম্বর (সোমবার) বেলা ২টায় খুলনা মহানগরী বাবরী চত্বরের (শিববাড়ী মোড়) মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে। এ মহাসমাবেশ সফল করতে বিভিন্ন দায়িত্ব বন্টন, একাধিক উপকমিটি গঠন এবং দিনব্যাপী ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহাসমাবেশ সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে খুলনা মহানগরীর রয়্যাল মোড়স্থ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত ৮ দলের মহাসমাবেশ প্রস্তুতিমূলক বৈঠকে এ সহযোগিতা কামনা করা হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি শেখ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান-এর পরিচালনায় বৈঠকে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মুফতী শরীফ সাঈদুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলন খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, খেলাফত মজলিস সভাপতি এফ এম হারুনুর রশিদ, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল কাইউম জামাদ্দার, খুলনা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মো. শহীদুল ইসলাম, খুলনা মহানগরী বাংলাদেশ খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মুফতী ওয়ালিউল্লাহ, খুলনা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, খুলনা জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি এস এম রেজাউল করিম, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।