বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে মনিরুল ইসলাম (২৬) নামের একজন যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো এলাকায় এই ঘটনা ঘটে। মনিরুল পেশায় একজন রংমিস্ত্রি এবং ওই গ্রামের মরহুম পলান আলীর ছেলে ছিল।
স্থানীয়রা জানায়, গতকাল মধ্যরাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয়। সেই সময় বাড়ির সকলকে ডেকে তুলে অনেক খুঁজাখুঁজি করে ঘরে কিছু দেখতে পায় না। ধারণা করে হয়তো ইঁদুরে কামড় দিয়েছে। পরে আবার সবাই ঘুমিয়ে যায়। সকালে তার অবস্থা খারাপ হলে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানায় তাকে বিষধর সাপ কামড় দিয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে তাকে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, গতরাতে তাকে সাপে কামড় দিলেও তারা বুঝতে না পেরে সকালে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।