নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীতে সশস্ত্র আওয়ামী ক্যাডার সাহেদুর রহমান দিপু (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সম্প্রতি নোয়াখালী পৌরসভার পূর্ব অনন্তপুর গ্রামের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সাহেদুর রহমান দিপু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে। তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে দীপুকে আটক করা হয়এবং তার দেওয়া তথ্যঅনুযায়ী ঐ দোকানের সিলিংয়ের ওপর থেকে দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়।

ডিবি ওসি আরও বলেন, সাহেদুর রহমান দিপুর বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগেরও পাঁচটি মামলা রয়েছে।