আইনশৃঙ্খলা কমিটি সভা করে দায় সারছে
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনা থানার প্রতাপপুর গ্রামে নিজ শয়ন কক্ষ থেকে বাবু (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু দর্শনা থানার প্রতাপপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার টাওয়ার এলাকা থেকে শিউলী বেগম (৩৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে। স্ত্রীকে হত্যার পর লাশ পার্শ্ববর্তী কলাবাগানে ফেলে স্বামী ফরিদ উদ্দিন পালিয়ে যায় বলে নিহতের স্বজনদের অভিযোগ। নিহত শিউলী বেগম ওই গ্রামের ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী ও একই ইউনিয়নের বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে।
খুলনা ব্যুরো : খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির ঘটনায় জড়িত সন্দেহে বাড়ি থেকে ধরে এনে গণপিটুনিতে আলমগীর হোসেন রানা (৩৮) নামেন এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার ছেলে। তবে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামিরা বাজারের দোকানপাট বন্ধ করে ব্যবসায়ী ও এলাকাবাসী ফুলতলা-শাহাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ ও সেনা সদস্যরা উপ¯ি’ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পিকে ৭২ ঘন্টার মধ্যে হত্যার হুমকি দিয়েছেন দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টা ৫৭ মিনিটে বাপ্পির বাবা মো. লাভলু গাজীকে কল করে ছেলের প্রাণনাশের এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি শনিবার (২০ সেপ্টেম্বর) মহানগরীর খান জাহান খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়রী নং- ৯২৬।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী শিউলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। সম্প্রতি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদাহ বাজার টাওয়ার এলাকায় স্থানীয় লোকজন গৃহবধুর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিউলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শিউলী বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী। তিনি একই ইউনিয়নের বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে। তাদের সংসারে একটি ৮ বছরের ছেলে সন্তান রয়েছে।
সোনারগাঁ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপারা ইউনিয়নে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ওমর ফারুক খোকা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
সম্প্রতি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামর এ ঘটনা ঘটে। মৃত ফারুক ঐ গ্রামের জাহের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির গাছ থেকে ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাবুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাক আহমেদ (যুগ্মসচিব)। সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন। স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “গাবুরার সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ সংস্কার, খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ, মাদক ও ডাকাত নির্মূল, পুলিশ ক্যাম্প ও হাসপাতাল স্থাপনসহ সকল সমস্যা সমাধানে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে।”
চুনারুঘাট সীমান্তে ৬ বাংলাদেশী আটক
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশীকে আটক করেছে ৫৫ বিজিবি। সম্প্রতি চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করেন।
আটককৃতরা হলেন শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামে। জিজ্ঞাসাবাদে তারা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম জনপ্রতি ১০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল। ৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।