ফেনীতে দুইদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার শেষ হয়েছে। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের শিল্পকলা একাডেমীতে ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহিমান্বিত রমযান উপলক্ষ্যে তৃতীয়বারের মতো এ আয়োজন করে দৈনিক ফেনীর সময়।
প্রধান অতিথি হিসেবে থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফয়েজ উল্যাহ, গ্লোবাল ওয়েল লুব্রিকেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আ.জ,ম সালেহ অর্পণ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, হাজী নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবদুল কাইয়ুম সোহাগ।