গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রাঙ্গণে রোববার (৩ আগস্ট) অনুষ্ঠিত হলো ‘জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান’ স্মরণে আয়োজিত একটি আবেগঘন স্থিরচিত্র প্রদর্শনী। গণবিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শহীদদের সাহসিক মুহূর্ত, আহতদের উপর নির্মম নির্যাতনের চিত্র এবং প্রবাসীদের প্রতিবাদী ভূমিকার নানামাত্রিক প্রকাশ।
বিশ্ববিদ্যালয়ের নতুন কৃষি অনুষদের নিচতলায় দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করেন ভিসি, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই স্থিরচিত্রগুলো শুধু ইতিহাস নয়, আমাদের অস্তিত্ব ও অদম্য চেতনার প্রতিচ্ছবি।” শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি সবাইকে দলমত নির্বিশেষে অপশক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।
আয়োজনের সভাপতিত্ব করেন প্রদর্শনী উপকমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ নাসিমুল বারী। সঞ্চালনায় ছিলেন যানবাহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়া উদ্দীন কামাল। আলোচনায় অংশ নেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। ট্রেজারার তাঁর বক্তব্যে শহিদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেষে ভিসি ও অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন এবং প্রতিটি চিত্রকর্মের শিল্পমান ও ঐতিহাসিক গুরুত্বের প্রশংসা করেন। আয়োজকরা জানান, এ আয়োজন শুধু অতীত স্মরণ নয়, বরং আগামী দিনের সংগ্রামের অনুপ্রেরণাও।