গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী বার্থী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কর্মী ও সহযোগী সমাবেশ ইউনিয়ন সভাপতি ডঃ মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বার্থী তারা কপি বাইতুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক ডাক্তার ফাইজুল হক, বিশেষ অতিথি ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও বরিশাল ১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, উপজেলা আমির মাওলানা মোহাম্মদ আল-আমিন, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ বাইজিদ শরীফসহ সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন সবুজ, পৌর আমির হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।