ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৪। গত সোমবার দুপুরে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের চাউলাইন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৪ এর একটি চৌকস দল। অভিযানে বিপুল পরিমাণের ক্ষতিকর কাঁচামাল, রাসায়নিক পদার্থ, গুড় তৈরির সরঞ্জামসহ মেশিনারি ও প্রস্তুত কৃত নকল ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এই নকল কেমিক্যাল যুক্ত ভেজাল খেজুরের গুড় শীত কালীন মৌসুমে উৎপাদন কারীরা আসল খেজুরের গুড় বলে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিলেন।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম, এ প্রতিবেদককে বলেন, কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে এ ধরনের ভেজাল গুড় তৈরি করা হয় যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই গুড় খেলে মানব দেহে মারাত্মক ক্ষতি হতে পারে।