বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : বাগমারায় ছিচকে চোর ও ছিনতাইকারীদের উপদ্রপ বেড়েছে। গতকয়েক দিন ধরে উপজেলার কর্ণিপাড়া-শিবজাইট এলাকার তিন রাস্তার মোড় থেকে তালতলি সড়কে ভোর রাতে ও সন্ধ্যা রাতে চাকু- হাসিয়া নিয়ে একদল দুর্বৃত্ত পথচারীদের পথ রোধ করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সর্বস্বান্ত করছে। চোরের উপদ্রপ ও চুরির প্রতিরোধ ব্যবস্থা না হওয়ায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। হরহামেশা ছিনতাই ও চুরি ঘটনায় স্থানীয় প্রশাসনের কোন নজরদারি না থাকায় দুস্কৃতকারীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। গতকাল সোমবার শিবজাইট বাজারে নিকটে তিন রাস্তার মোড়ে উপজেলার দামনাশ এলাকার এক ব্যবসায়ী তাহেরপুর বাজারে যাবারকালে কয়েকজন সন্ত্রাসী রাস্তা রোধ করে চাকু-চাপাতি হাতে নিয়ে ভয় দেখিয়ে তার কাছের সমদয় টাকা ছিনিয়ে নেয়। এ সময় তিনি ভয়ে চিৎকারকরতে পারেননি। পরে সামনে বাজারে গিয়ে হাউ-মাউ করে কাঁদা শুরু করে। পাশের গ্রামের ভবানীগঞ্জ পৌর সভার যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, আমার বাড়ির সামনের ঘটনা নিয়ে আমি বিব্রত। এ সব ঘটনা কয়েক দিন ধরে এখানে ঘটছে। এর ৩/৪ দিন আগে ওই এলাকার মাদরাসার সামনে পথরোধ করে দুবৃর্ত্তারা একই কায়দায় পথচারীর টাকা পয়সা ছিনিয়ে নেয়। বর্তমানে ভবানীগঞ্জ-তাহেরপুর রোডে ছিনতায় বাড়ায় ওই সড়কে যাতায়াত করতে ভয় পাচ্ছেন পথচারীরা। এটা কারা করছে। নির্বাচনের আগে এই এলাকায় এমন ঘটনা নিয়ে তিনি দুশ্চিন্তাগ্রস্ত। বিষয়টি তিনি প্রশাসনের নজরে দিবেন বলে জানান।

বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৮ রাউন্ড তাজা গুলীসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গত ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ রাসেল পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি রবিউল আলম খানের নেতৃত্বে বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ চেচুরিয়া চৌমুহনী বাজার বাঁশখালী টু চট্টগ্রামগামী প্রধান সড়কস্থ জনৈক মনোয়ার হোসেন এর দোকানের সামনে এসআই মাসুদ আলম সঙ্গীয় ডিবি পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৮ রাউন্ড তাজা গুলীসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় এবং অবৈধ অস্ত্র বহনকারী একটি টেম্পু জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন কালীপুরের ২নম্বর ওয়ার্ড এলাকার সেলিম মাঝির বাড়ীর মোহাম্মদ সেলিম এর পুত্র খুরশিদ আলম (৩২), অপর আসামী চট্টগ্রাম জেলার ভুঁজপুর থানাধীন ভূঁজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড জঙ্গল কাইয়্যাপুখিয়া এলাকার জহিরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাসান ওরফে আকাশ (২৭)।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে টেকনাফের মাদক কারবারি মোশারফ হোসেন (৪০)। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। এর-আগে, সন্ধ্যার দিকে রায়পুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাপন চক্রবর্তী তার সঙ্গীয় ফোর্স নিয়ে রায়পুর বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারি মোশারফ হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মোশারফ হোসেন কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার (৩নং ওয়ার্ড) কে-কে পাড়ার মোজাম্মেল ওরফে মোয়াজ্জেমের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রংপুর অফিস : বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর রংপুর এরিয়া সদর দপ্তরের উদ্যোগে দু’দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে শ্বাশত বাংলা মুক্তিযুদ্ধ যাদুঘর প্রাঙ্গনে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও দি মিলেনিয়াম ষ্টারস স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা বাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিিিটর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আজম চৌধুরী ও অধ্যক্ষ কর্ণেল মোহাম্মদ আহসানুল কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।