পাবনা সংবাদদাতা : জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মরণে “২য় স্বাধীনতায় শহীদ যারা” স্মারক গ্রন্থ পাবনায় শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব নিলয়ের পিতার কাছে হস্তান্তর করেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
গতকাল বুধবার বিকেলে পাবনা জেলা জামায়াত অফিসের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পাদিত ১০ খন্ডের ৬৯১ জন শহীদের তথ্য সমৃদ্ধ স্মারকগ্রন্থ পাবনার শহীদ জাহিদ হোসেন ও শহীদ মাহবুব হাসান নিলয় এর পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের কাছ থেকে স্মারকগ্রন্থ গ্রহণ করেন শহীদ জাহিদের গর্বিত পিতা মাস্টার দুলাল হোসেন ও শহীদ মাহবুব হাসান নিলয়ের গর্বিত পিতা আবুল কালাম। এসময় বক্তব্য রাখেন দুই শহীদের গর্বিত পিতাদ্বয় ও জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, এস এম সোহেল, জেলা কর্মপরিষদের সকল সদস্যবৃন্দ, উপজেলা আমীর ও সেক্রেটারীবৃন্দ, জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।