এতিমদের মাঝে খাবার বিতরণ
সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর-২ আসনের উদ্যোগে ‘জুলাই-আগস্ট’ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের খাবার বিতরণ কর্মসূচি
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই মূলতঃ আওয়ামী বাকশালীদের দীর্ঘ অপশাসন-দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। জুলাই বিপ্লব আমাদের জানিয়ে দিচ্ছে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যাসহ কোনো একদলীয় রাজনীতি চলবে না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত খাবার বিতরণ কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংগ্রামী জনতা দেশে কোন ধরনের দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে দেবে না। দেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্র ফিরে আসুক, জনগণ তা চায় না। মূলতঃ মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠা করতে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আরিফুর রশীদ, জেলা মজলিসে শুরা সদস্য ও সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, এম ওয়াজেদ আলী প্রমূখ।
সমাবেশ অনুষ্ঠিত
তাড়াশ (সিরাজগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ সলঙ্গা আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর . মাওলানা আ. সামাদ বলেছেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সকল জায়গায় কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সকল অধিকার ফিরিয়া দিতে হবে। শ্রমিকরা আল্লাহর বন্ধু। তাদের অধিকার আল্লাহ দিয়েছেন সেই অধিকার নষ্ট করার ইখতিয়ার কারো নেই।গতকাল তাড়াশ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্ব সেক্রেটারী খন্দকার আ. বারির পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। তিনি বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে সকল নবী-রাসূলগণ আগমন করেছেন। তারই ধারাবাহিকতায় এই সংগঠন টি কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক জেনারেল, অধ্যাপক মো. আ. মতিন, বগুড়া অঞ্চলের টিম সদস্য মো. আবুল কালাম আজাদ, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খম সাকলায়েনের সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, সিরাজগঞ্জ জেলা শ্রমিক সেক্রেটারি মাওলানা সোলায়মান হেসেন্তা তাড়াশ পৌরসভার সভাপতি মাওলানা কাওছার হাবিব মোঃ ইউনুস আলী ্প্রমুখ।
কারণ দর্শানোর
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে দাউদকান্দি উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাবেক গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যান আহমদ হোসেন তালুকদারকে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। গোয়ালবাড়ি গ্রামে চারটি পরিবারের বাসিন্দাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ, গোয়ালমারী বাজারে দোকানপাট বন্ধের পিছনে মদদাতার অভিযোগ।গোয়ালমারী একটি অনুষ্ঠানে প্রধান শিক্ষককে মারধরের চেষ্টার পিছনে মদদদাতার অভিযোগ, ৫ আগস্টের পর এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মের অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমান প্রধানকে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে ২৪ ঘন্টার মধ্যে মিজানুর রহমান প্রধানকে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার জন্য কারণ দর্শানোর দিয়েছেন দাউদকান্দি উপজেলা বিএনপি’র সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকার।
গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর : আওয়ামী লীগের শাসনামলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির প্রতিযোগিতা চালু হয়েছিল উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, “আওয়ামী লীগ জাতির মেরুদ- ভেঙে দিতে চেয়েছিলো। তারা শিক্ষাকে ধ্বংস করে জাতিকে নেতৃত্বহীন করে আজীবন ক্ষমতায় থাকার কৌশল নিয়েছিলো।”
গাজীপুর মহানগরীর টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানটি ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জামায়াতের খাবার বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় জামায়াত গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে ।
কলারোয়া উপজেলা জামায়াতের উদ্যোগে নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এতিম শিশুদের সঙ্গে নিয়ে গণ- অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাও. শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত নেতা মোঃ আতিয়ার রহমান প্রমুখ।
বরিশাল
বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন “ ইসলামী সমাজ বিনির্মাণ হলে সমাজে কোন বৈষম্য থাকবে না, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ থাকতে পারবে না। তাই নির্যাতিত-নিপীড়িত, মজলুম ও বঞ্চিত মানুষের মুক্তির নিমিত্তে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ ত্যাগ, সাহসিকতা ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ।
তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ ।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও জেলা প্রচার-মিডিয়া টিম সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দীন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলিল, মেহেন্দিগঞ্জ পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ শফিকুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মনিরুজ্জামান আব্দুল্লাহ, মাওলানা এনায়েত হোসেন নাসিম প্রমুখ। এছাড়াও সভায় থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
গুইমারায় জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর গণসংযোগ
গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুইমারা উপজেলা শাখার উদ্যেগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ও বড়পিলাক বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগ শেষে সিন্দুকছড়ি বাজার তিন রাস্তার মোড় ও বড়পিলাক যাত্রী ছাউনিতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও গুইমারা উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: রফিকুল ইসলাম, সেক্রেটারি সাজিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের গুইমারা উপজেলা সভাপতি মইন উদ্দিন প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি
মান্দা (নওগাঁ) : “গাছ লাগানো শুধু প্রকৃতি রক্ষার কাজ নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। দেশের জলবায়ু সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে গাছ লাগাতে হবে।”এমন আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন।
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ মতিন বলেন,“আমরা যদি শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে শুধু রাজনীতির মাঠে নয় প্রকৃতির প্রতিও আমাদের দায়িত্ববোধ থাকা উচিত। একটি গাছ মানে একটি ভবিষ্যৎ। এটি শুধু একটি চারা নয় এটি একটি জীবন্ত আশ্রয়, খাদ্যের উৎস, বিশুদ্ধ বাতাসের নিশ্চয়তা এবং জীববৈচিত্রের রক্ষাকবচ।”
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
শ্যামনগর (সাতক্ষীরা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাবুরা ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৫ জুলাই সকাল ১০টায় গাবুরা অমর স্মৃতি মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার কর্মপরিষদ ও শুরা সদস্য জনাব গাজী নজরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমি এক সময় জেলা স্কাউট ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছি। তরুণদের শারীরিক ও নৈতিক উন্নয়নে খেলাধুলার বিকল্প নেই। আজকের এ আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াছিন আরাফাত।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল ইসলাম।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনা করেন মুস্তাঈন বিল্লাহ (মিন্টু)।
খেলার মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের সরব উপস্থিতি এবং অংশগ্রহণকারী দলের প্রাণবন্ত পারফরম্যান্স টুর্নামেন্টকে করেছে আরও জমজমাট।
প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চর্চা ও সৌহার্দ্যপূর্ণ মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।
উঠান বৈঠকে
কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ৫নং ওয়ার্ডের আয়োজনে উলিপুর গ্রামে ওয়ার্ড সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে উঠান বৈঠকে নেতারা বলেন জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের জন্য সমাজে কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনে জয়পুরহাট-০২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম সবুজকে বিজয়ী করার লক্ষ্যে বক্তরা দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, উপজেলা আমীর মুনছুর রহমান, সেক্রেটারি আব্দুল আলীম, জেলা জামায়াতের নেতা মো. মিজানুর রহমান, মাও মোজাফফর হোসেন, আব্দুস সোবহান, খাইরুল ইসলাম প্রমুখ।
হাটহাজারীতে জামায়াতের নির্বাচনী সভা
হাটহাজারী চট্টগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আয়োজিত চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের নির্বাচনী সভা হাটহাজারী নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তরজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাটহাজারী উপজেলা জামায়াতের সংগঠন ও নির্বাচন তত্বাবধায়ক জনাব রফিকুল ইসলাম।
উপজেলা জামায়াতের নির্বাচন কমিটির সচিব ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও মিরসরাই উপজেলা জামায়াতের তত্বাবধায়ক অধ্যক্ষ নুর নবী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এবং হাটহাজারী উপজেলা আমীর ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মওলানা সাইফুদ্দিন চৌধুরী, মোঃ মিজানুর রহমান, তথ্য প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি আবুল বাশার, ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা মুছা আনছারী, হাটহাজারী পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিম, ফরহাদাবাদ ইউনিয়ন আমীর অধ্যাপক খোরশেদ আলম এনাম, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আমীর মো. ওসমান, ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিব হোসাইন, মির্জাপুর ইউনিয়ন সভাপতি এডভোকেট আরিফুল হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন সভাপতি এনায়েত উল্লাহ চৌধুরী, গুমানমর্দ্দন ইউনিয়ন সভাপতি মো. আবু তৈয়ব, ছিপাতলী ইউনিয়ন সভাপতি মো. ইকবাল, মেখল ইউনিয়ন সভাপতি মো. জাফর ইকবাল, গড়দুয়ারা ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবউল্লাহ ইদরিস, ফতেপুর ইউনিয়ন সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান তালিব, উত্তর মাদর্শা ইউনিয়ন সভাপতি মো. ইসহাক, চিকনদন্ডী ইউনিয়ন সভাপতি এডভোকেট বরকত উল্লাহ কাইছার, শিকারপুর ইউনিয়ন সভাপতি মো. ওসমান গনি, প্রবাসী সংগঠক শফিকুল ইসলামসহ ইউনিয়ন সেক্রেটারিবৃন্দ।
ভোলায় জামায়াতে ইসলামীর মানবিক উদ্যোগ
ভোলা : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ও পঙ্গুদের দ্রুত আরোগ্য কামনায় ভোলা পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এতিম শিশু ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
জামায়াত নেতারা এ কর্মসূচিকে শহীদদের প্রতি নৈতিক দায়িত্ব এবং মানবিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, “দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের মহান ত্যাগের স্মরণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা তাদের জন্য দোয়া করিÑ আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন, ভুলত্রুটি ক্ষমা করে প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। একইসাথে আহত ও পঙ্গুত্ববরণকারী ভাইদের আরোগ্য এবং সম্মানজনক জীবনের ব্যবস্থা করে দেন।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এই আয়োজন সমাজে মানবিক মূল্যবোধের জাগরণ ঘটায় এবং একে অপরের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলে। সরকারকেই আহত ও পঙ্গুদের পূর্ণ দায়িত্ব নিতে হবেÑ এটি আমাদের দাবি।”
৩১ দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে
সিংড়া (নাটোর) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে ও জনগণের দ্বারে দ্বারে ছুটে চলেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।
তিনি মাসব্যাপী ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির গত বৃহস্পতিবার সুকাশ ইউনিয়ন ও শুক্রবার কলম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম-গঞ্জের মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। দাউদার মাহমুদ জুলাই মাসব্যাপী চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ করবেন বলে জানা যায়।
সিংড়া উপজেলার বিগত ১৭ বছরের দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। বিএনপি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিয়েছিলেন। ১৭ বছরের দুঃসময়ে সিংড়ার বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। রাজধানী ঢাকা ও সিংড়ার ১৩টি রাজনৈতিক মামলায় ৫ বার কারাভোগ করেন দাউদার মাহমুদ।