চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় দুই কাস্টমস কর্মকর্তাকে বহনকারী একটি প্রাইভেট কারে দুর্বৃত্তদের চাপাতি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে সংঘটিত এ ঘটনায় গাড়ির কাঁচ ভেঙে যায়। তবে কর্মকর্তারা অলিগলি দিয়ে পালিয়ে প্রাণে রক্ষা পান।

প্রাইভেট কারটিতে ছিলেন চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন।

আসাদুজ্জামান খান জানান, তারা বাসা থেকে অফিসে যাওয়ার পথে মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত গাড়ি থামিয়ে কোনো কারণ ছাড়াই চাপাতি দিয়ে জানালায় আঘাত করে। হামলার সময় হামলাকারীরা ‘গুলী কর, গুলী কর’ বলে হুমকি দিচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে তিনি ও তার সহকর্মী গাড়ি থেকে নেমে পাশের গলিতে ঢুকে আত্মরক্ষা করতে সক্ষম হন।

তিনি আরও বলেন, এআইআর শাখার দায়িত্ব পালনের সময় নানা অনিয়মের বিরুদ্ধে মামলা করতে হয়। “যারা অনৈতিক সুবিধা নিতে পারেনি, তারাই হয়তো এমন হামলা চালিয়েছে।” কয়েকদিন আগে অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে তিনি মোবাইল ফোনে হুমকিও পেয়েছিলেন বলে জানান। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি জিডি করেছিলেন।

ঘটনার পর ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে মোটরসাইকেলযোগে দুইজন এসে গাড়িটি থামায় এবং লাথি মেরে জানালার কাঁচ ভাঙে। প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতাজনিত হামলা বলে মনে হচ্ছে। ওসি বলেন, “এখনও তারা লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”