চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের অভিযানে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ মোট ১৮টি মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী ইদ্রিস প্রকাশ ইব্রাহিম (২৭)কে গ্রেফতার করা হয়েছে। তিনি কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, ইদ্রিস দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ সংঘটিত করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক সংক্রান্ত ১৮টি মামলা রয়েছে। পাশাপাশি কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল। এত কিছুর পরও সে বেপরোয়াভাবে অপরাধ চালিয়ে গিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল।
এই প্রেক্ষাপটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় ডিবি (উত্তর) বিভাগের টিম-০৩ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় মাহবুব কমিশনারের বাড়ির সংলগ্ন রাস্তা থেকে ইদ্রিস প্রকাশ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইদ্রিসের পিতা মৃত ইউসুফ এবং মাতা কহিনুর বেগম। তার স্থায়ী ঠিকানা রাউজান থানার নোয়াপাড়া পথেরহাট এলাকার পলোয়ানপাড়া, ৮ নম্বর রোডে ইদ্রিস মিয়ার বাড়ি। তিনি বর্তমানে চান্দগাঁও থানার পূর্ব ফরিদার পাড়ায় মাহবুব কমিশনারের বাড়ির সংলগ্ন পশ্চিম পাশে হাসনাতের ভাড়াঘরের ৩ নম্বর কক্ষে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।