আমীর হামজা খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়া খোকসা উপজেলা ৮নং জয়ন্তীহাজরা ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের স্বামী পরিত্যক্তা অসহায় নারী মোছাঃ রাহেলা খাতুনের জন্য নতুন গৃহ নির্মাণ করে দিলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Youth Development Forum (YDF)।
ভুক্তভোগী রাহেলা খাতুনের স্বামী মোঃ সিরাজ শেখ দ্বিতীয় বিবাহ করে অন্যত্র বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রথম স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজখবর রাখেন না। জীবিকার তাগিদে রাহেলা খাতুন অন্যের বাড়িতে কাজ করে এক ছেলে ও দুই মেয়েকে বড় করেছেন। এতদিন পরিবারটি বসবাস করছিল ভাঙাচোরা ছাপরা ঘরে, যেখানে বৃষ্টির দিনে পুরো ঘর পানিতে ভিজে যেত।
চরম দারিদ্র্যের কারণে বড় মেয়ের বিয়ে দিলেও, থাকার উপযুক্ত জায়গা না থাকায় জামাই ও শ্বশুরবাড়ির কেউ একদিনও সেখানে অবস্থান করতে পারেননি।
এ মানবিক ও করুণ বিষয়টি Youth Development Forum-এর নজরে এলে সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাশে দাঁড়ায়। YDF-এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন,
“সমাজের অসহায় ও বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এই পরিবারটির জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেছি।”
সংগঠনটির অর্থায়নে ১ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট, বারান্দাসহ দোয়া মেঝে পাকাকরণ করে নতুন ঘর নির্মাণ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ঘরটি উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠান ও দোয়া মাহফিলে গ্রামবাসীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রাহেলা খাতুন সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।