গাজীপুরের কাপাসিয়ায় দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সৌদি প্রবাসী জাহিদুল ইসলামকে (২৮)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সনমানিয়া ইউনিয়নের আড়াল (মধ্যপাড়া) গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাহিদুল ইসলাম কাপাসিয়া উপজেলার সনমানিয়া বরকান্দা গ্রামের মৃত হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম সনমানিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। কয়েকদিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তার পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, জাহিদুল সম্প্রতি দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার রাতে বাড়ির পাশের মুদি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরেই তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে।