ঠাকুরগাঁও সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারি সেক্রেটারী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, সারা দেশের মানুষ এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ তারা জেনে গেছে, তারা বুঝে গেছে জামায়াতে ইসলামী লুটতরাজ করে না। চাঁদাবাজি করে না। মানুষের অধিকার তারা নষ্ট করে না। মানুষের অধিকার তারা আদায় করবে। নারীদের সম্মান দিবে, মর্যাদা দিবে। অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত করবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৫ নং দেবীপুর ইউনিয়নে কলকুঠি বাজার এলাকায় দেবীপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার ক্ষমতা দেন তাহলে এই এলাকার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আগে কাজ করব। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ২৫০ শয্যা থেকে প্রাথমিক পর্যায়ে ৫০০ শয্যায় উন্নীত করা হবে এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে নিয়মিত ডাক্তার বসার ব্যবস্থা করা হবে। এই এলাকার কৃষকেরা যেন তাদের উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারেন সে জন্য কৃষি হিমাগার করা হবে। স্বল্প মূল্যে সহজে সার পেতে পারেন সে ব্যবস্থা করা হবে। সেই সাথে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করা হবে। বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করার চেষ্টা হবে। আমরা সবাইকে সাথে নিয়ে এ কাজগুলো করতে চাই। ভবিষ্যতে ঠাকুরগাঁও হবে বাংলাদেশের মানচিত্রে একটি উন্নত ও নিরাপদ জেলা। এ জন্য সকলে দাড়িপাল্লায় ভোট দিয়ে সেই সুযোগ আমাদের করে দিবেন ইনশাআল্লাহ।
দেবীপুর ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে ভূল্লি থানা আমীর মাওলানা আব্দুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।