সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। গত বুধবার মনোনয়নপত্র উত্তোলন করলেন পাবনা-০১ (সাঁথিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে জামায়াত নেতৃবৃন্দ।

গত ১৭ ডিসেম্বর দুপুরে সাঁথিয়া উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজু তামান্নার কাছ থেকে মনোনয়পত্র গ্রহণ করেন তারা।

মনোনয়নপত্র গ্রহণের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান , সাঁথিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর আমীর আব্দুল গফুর, মাওলানা আব্দুল মালেক, আবুল কালাম, আবু তালেব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

চান্দিনা (কুমিল্লা) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। গত ১৭ ডিসেম্বর চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর আমীর মাওলানা আবুল হাসেম, সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আবুল খায়ের প্রমুখ।

মেহেরপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ (গাংনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ২০২৫-এর দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান এবং মেহেরপুর-২ (গাংনি) আসনের প্রার্থী নাজমুল হুদা।এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসাইন , রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা (ডলার) সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কাপাসিয়া (গাজীপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী সবার আগে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।

তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় জামায়াতে ইসলামীর ৫ জন নেতাকে সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সালাউদ্দিন আইউবী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জামাত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলম প্রমুখ।

মাগুরা : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করছেন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের নিকট থেকে মনোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন বলেন,দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা ভোট দিতে পারেনি। আজ সময় এসেছে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এটাই আমাদের প্রত্যাশা। আমাদের নেতা কর্মীরা নির্বাচনকে সামনে রেখে খুবই উজ্জীবিত। প্রতীক বরাদ্দের পর পরই আমাদের প্রচার প্রচারণা শুরু হবে।

এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, শাহেদ হাসান টগরসহ জেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

মাগুরা

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের নিকট থেকে মনোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা ভোট দিতে পারেনি। আজ সময় এসেছে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক এটাই আমাদের প্রত্যাশা। আমাদের নেতা কর্মীরা নির্বাচনকে সামনে রেখে খুবই উজ্জীবিত। প্রতীক বরাদ্দের পর পরই আমাদের প্রচার প্রচারণা শুরু হবে।

এ সময় জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, এ্যাড, শাহেদ হাসান টগর কুতুব উদ্দিন পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম হাসানুর রহমান হাসু মিজানুর রহমান, জেলা ছাত্রদলের মাহমুদুর রহমান তিতাশসহ, জেলা বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।