সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে ভূমি অধিগ্রহনের টাকা পেতে অনিয়ম ও হয়রানীর অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী । এ ঘটনায় চলতি বছরের ১লা জানুয়ারী তারিখে একটি লিখিত অভিযোগ জামালপুরের জেলা প্রশাসক এর নিকট দায়ের করেন সরিষাবাড়ী উপজেলার কোনাবাড়ী গ্রামের আব্দুল লতিফ সরকার এর ছেলে আশরাফ সরকার ।
ভুক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন হালুয়াঘাট শিমলা মাধব মৌজার ভূমি যার এল এ কেইস নং-০৩/২০২২-২৩ । এ ভূমির উপর দিয়ে “দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি সড়ক এর যথাযথ মান প্রশস্ততা উন্নীত করণ নির্মাণ” প্রকল্পের জন্য ভূমি ও ভূমিতে অবকাঠামো অধিগ্রহণের সিদ্ধান্ত নেন প্রশাসন। ওই ভূমি অধীগ্রহন শাখার সার্ভেয়ার ইসমাইল হোসেন ও কম্পিউটার অপারেটর সেলিম এর যোগসাজসে স্বজনপ্রীতির মাধ্যমে আশরাফ সরকার এর স্থলে আনিছুর রহমান এর নাম তালিকায় অর্ন্তভুক্ত করেন।
এর ফলে ভূমি ও ভূমিতে থাকা অবকাঠামো অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণের নোটিশে প্রকৃত ভূমি ও অবকাঠামোর মালিক আশরাফ সরকার এর স্থলে অপর এক ব্যাক্তি জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের আলাল উদ্দিন এর ছেলে আনিছুর রহমান এর কোন প্রকার স্বত্ব, স্বার্থ বা ভূমি দখলে না থাকলেও তার নাম তালিকায় অর্ন্তভুক্ত ভুক্ত করা হয়।
পরবতীতে প্রকৃত মালিক এর নামে নোটিশ জারী না করে অপর এক ব্যাক্তি আনিছুর রহমান এর নামে নোটিশ জারী করেন সংশ্লিষ্ট প্রশাসন। প্রকৃত ভূমি ও ভূমিতে অবস্থিত অবকাঠামোতে জনৈক আনিছুর রহমান এর কোন প্রকার স্বত্ব, স্বার্থ বা ভূমি দখলে ছিল না। এরই মধ্যে আনিছুর রহমান এর নামে নোটিশ প্রদান করায় অধিগ্রহণকৃত ভূমিতে থাকা অবকাঠামোর সরকারী মুল্যের অর্ধেক অংশ অন্যায়ভাবে দাবী করায় ভূমির প্রকৃত মালিক এর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।