“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগানে চাঁদপুরে 'মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস - ২০২৫' পালিত হয়েছে। উক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর এর যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় চাঁদপুর শহরের বাস টার্মিনাল এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিতে ছয় শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। র‌্যালির উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর এর মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ মেহেদী হাসান শুভ। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, চাঁদপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ (মানিক), চাঁদপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট মোঃ শাহাজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি ফেরদৌস আলম (বাবু), চাঁদপুর শহর বাংলাদেশ জামায়েত ইসলামির আমীর এডঃ শাজাহান খান, চাঁদপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম (বাদল) ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূইয়া, চাঁদপুর জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ শাহ আলম, পুরানবাজার উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের সভাপতি মোঃ হারুন-অর রশিদ এবং চাঁদপুর জেলা রিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

সমাপনী বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

সকলের বক্তব্য শেষ হবার পর সকাল ১১ টায় মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় জাতীয় অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়।