খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়।

এবারের সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক হয়েছেন খোকসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আনিসুজ্জামান স্বপন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মমিনুর রহমান মমিন ও মোঃ বাহারুল আলম বাহার।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

সম্মেলন উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।