শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরা জেলা স্বেচ্ছাসবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাগুরা জেলা শহরের ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড় ঘুরে ইসলামপুর পাড়া বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘খুনিদের গ্রেপ্তার কর’, ‘রাজনৈতিক হত্যা বন্ধ করসহ বিভিন্ন শর গান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম এবং সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসুসহ অন্যরা।