চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করায় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টায় হাসপাতালের হল রুমে লিখিত বক্তব্য পড়ে শোনান ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ময়েজ উদ্দীন । এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাযধায়ক ডা. মাসুদ পারভেজ, এনডিএফ জেলা শাখার সভাপতি ডাঃ এ কে মহিউদ্দিন, হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, কনসালটেন্ট ডাঃ ইসমাইল হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডা. মাহফুজার রহমানসহ অন্যান্য চিকিৎসক ও নার্স নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে উল্লেখ্য করা হয়, গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র নামধারী কতিপয় ব্যক্তি হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে অশালীন, অভদ্র ও আক্রমণাত্মক আচরণ করে। এসময় তারা হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীদের বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের হার্ডকপি ও সফট কপির দাবী করেন। তখন তাদের তথ্য অধিকার আইনের নিয়মানুযায়ী আসতে বললে তারা অস্বীকৃতি জানায়। একপর্যায়ে হাসপাতালের চিকিৎসক ইসমাইল হোসেনের সাথে তারা বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং তার প্রতি অসাদাচারণ করে ও হুমকিও দেয়। এ ঘটনায় ড্যাব ও এনডিএফ’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানানো হয়। লিখিত বক্তব্যে আরও উল্লেখ্য করা হয়, ৫ আগস্টের অর্জনকে বুকে ধারণ করে এই অর্জনে চিকিৎসক সমাজের বলিষ্ঠ ভূমিকাকে স্মরণ করে। ৫ আগস্টের অর্জনকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে আন্দোলনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া চিকিৎসক সমাজের সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে জনগণকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে ২ চিকিৎসক সংগঠনের সংবাদিক সম্মেলন
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করায় ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।