ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে নরসিংদীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার (১০ মার্চ) দুপুরে নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে নারী অঙ্গন নামে একটি সামাজিক সংগঠন এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মাববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থী ও শিক্ষকরা কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা দাবী করেন। এছাড়া, কেন ধর্ষণ হচ্ছে তা খুঁজে বের করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়। সরকারি কলেজে মাববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।