হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজারসহ দুইজনকে আটক করেছে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প। বুধবার বিকেলে নিয়মিত টহল চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মোহাম্মদ রমজান আলী ও ফোর্স সকাল ১০টা ৩০ মিনিট থেকে হালদা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। টহলের এক পর্যায়ে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে মদুনাঘাট কাটাখালী এলাকার হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার আটক করা হয়। এসময় ড্রেজার থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ মোঃ সোলায়মান (২২), পিতা: আলাউদ্দিন মাঝি, মাতা: নাছিমা বেগম; ঠিকানা: গাজীরচর সর্দার বাড়ি, ভেলু মিয়া বাজার ইউপি, ভোলা সদর, ভোলা। মোঃ কালাম (৩২), পিতা: মোঃ আঃ মজিদ ঢালী, মাতা: আনোয়ারা বেগম; ঠিকানা: মিয়াজানপুর ঢালী বাড়ি, মানজাদ ইউপি, ৯নং ওয়ার্ড, চরফ্যাশন, ভোলা।

ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা নং-১৯, তারিখ ২৬/১১/২০২৫ ইং-এ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা এবং দ-বিধি ৪৩১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।