মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনের আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি) প্রার্থী রাশিদা আক্তার মিতুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তার মনোনয়ন বৈধতা পায়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রাশিদা আক্তার মিতু নির্বাচন কমিশনে আপিল করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন পর্যালোচনা শেষে মঙ্গলবার সকালে কমিশন তা মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে।