টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : “সৎ, দক্ষ, যোগ্য ও আল্লাহভীরু লোক ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।”- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।

সম্প্রতি তিনি টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রংমেহার এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে অধ্যাপক করীম বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে আমরা অনেকের শাসন দেখেছি, কিন্তু দুঃখজনকভাবে কেউ ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারেননি। এর মূল কারণ সততা, দক্ষতা, যোগ্যতা ও আল্লাহভীরুতার অভাব। এবার আমাদের সুযোগ এসেছে সৎ, দক্ষ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বকে নির্বাচিত করার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, জনগণ এবার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সক্ষম যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী টংঙ্গিবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি কাজি ইকবাল হোসেন, নায়েবে আমীর সৈয়দ আব্দুর রহিম, মুন্সীগঞ্জের কৃতিসন্তান প্রফেসর ড. এম. এ. দেওয়ান সাজ্জাদ, ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমানসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।