খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামের একজনকে গুলী করে হত্যা করা হয়েছে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, জামিরা বাজারের উদ্দেশে তিনি দুপুর ১ টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ১ কিলোমিটার দূরত্বে তিনি পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলযোগে ৩ যুবক তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে মোটরসাইকেলে থাকা ৩ যুবকের এক যুবক তাকে লক্ষ্য করে গুলী করে। গুলীটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলী করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুলীর শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে সন্ত্রাসীরা সুমন মোল্লাকে গুলী করে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার লাশের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সে মামলায় সুমন কারাগারেও ছিলেন বলে জানা যায়। সন্ত্রাসীদের হামলায় আব্দুল আজিজ নামের এক যুবক গুরুতর জখম : খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। গত সোমবার রাতে নগরীর বসুপাড়া কবরস্থানের সামনে একটি ফাঁকা স্থনে তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। আহত যুবক বানরগাতি বাজার কলেজ রোড এলাকার আবু তালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই জানান, সোমবার দিবাগত রাত পৌণে ৯ টার দিকে মো. আব্দুল আজিজ বানরগাতি ডলফিন মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময়ে দু’টি মোটরসাইকেল ধাওয়া দিলে তিনি দৌড়ে বসুপাড়া কবরস্থানের প্রথম গেটের সামনে আসেন। সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনির বাড়ির সামনে ফাঁকা স্থানে লুকিয়ে রক্ষা পাননি। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীরা তার ডান কাঁধ এবং বাম হাতে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা বলেন, সন্ত্রাসীদের মাথা হেলমেট দিয়ে ঢাকা থাকায় তাদের চিনতে পারেনি। কী কারণে তার ওপর এ হামলা হয়েছে তা তিনি পরিষ্কার করে বলতে পারেনি। আহত যুবককে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফুলতলায় দেশী-বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার : ৭টি দা এবং একনলা একটি বিদেশী বন্দুকসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত ৩ টার দিকে ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ফুলতলা বাজার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে।