বগুড়া জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আছাদুর রহমান দুলুর বিরুদ্ধে ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশীট দাখিল করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি তদন্ত শেষে আসামী এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে তথ্য গোপনসহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভুত ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে এই অভিযোগপত্র দাখিল করে।

দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মোঃ তারিকুল রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসাদুর রহমান দুলু শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের পুত্র। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

মামলার অভিযোগে ভিত্তিতে জানা যায় , গত ২০২০ সালের (৫ মার্চ) নিজে স্বাক্ষর দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আসামী এ কে এম আসাদুর রহমান দুলুকে সম্পদ বিবরনী দাখিলের জন্য আদেশ জারী করা হয়। পরে আসাদুর রহমান দুলু ওই আদেশ গ্রহণ করে ওই বছরের (২৫ জুন) তার স্বাক্ষর করা দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরনী দাখিল করেন। এ কে এম আসাদুর রহমান দুলু তার দাখিলকৃত সম্পদ বিবরনীতে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকা মুল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি তদন্ত শেষে আসামী এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে তথ্য গোপনসহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভুত ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনে এই অভিযোগপত্র দাখিল করা হয়।