খুলনা ব্যুরো ও ফুলতলা উপজেলা সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মেধা ভিত্তিক তারুণ্য নির্ভর সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত, নৈতিক অবক্ষয়মুক্ত সমাজ গড়তে প্রতিটি এলাকায় খেলাধুলার বেশি বেশি আয়োজন করতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধেও ছেলে মেয়েদের নিয়মিত খেলাধুলার প্রয়োজন। গ্রাজুয়েশন ক্লাবের পক্ষ থেকে দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এই অঞ্চলের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার এই যাত্রা অব্যাহত রাখতে গ্রাজুয়েশন ক্লাবকে ভূমিকা রাখতে হবে। শুধু আঞ্চলিক নয়, এখান থেকে তৈরি হবে আমাদের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াবিদ। তিনি আরো বলেন, শুধু গাড়াখোলা গ্রাম নয়, পুরো উপজেলাতেই আগে বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করা হত। তখন আমরা স্কুল, কলেজ থেকে বাড়ি ফিরেই চলে যেতাম মাঠে। কিন্তু পরবর্তীতে মোবাইল ফোন আসার পর থেকেই তরুণ প্রজন্ম এই ফোনের প্রতি আসক্তির পাশাপাশি বিগত সরকারের সময়ে মাদকের সহজলভ্যতার কারণে মাদকের ভয়াল গ্রাসে নিজেদের জড়িয়ে ফেলেছে। সুতরাং এখান থেকে যদি আমাদের এই প্রজন্মকে বের করা না যায়, তাহলে মেধা নির্ভর একটি সমৃদ্ধশালী ও কল্যাণকর রাষ্ট্র গড়া অসম্ভব হয়ে পড়বে। তাই প্রশাসন, সিভিল সোসাইটিসহ মুরব্বীদের সজাগ থাকতে হবে যাতে আমাদের সন্তানেরা মোবাইল ফোনসহ মাদকে নিজেদের না জড়ায়। এ কারণেই প্রতিটি এলাকায় এলাকায় বেশি বেশি করে খেলাধূলার ব্যবস্থা করতে হবে। এসময় তিনি গ্রাজুয়েশন ক্লাবকে ধন্যবাদ জানান চমৎকার আয়োজনের জন্য এবং আগামীতেও যাতে এ ধারা অব্যাহত থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। বুধবার বিকালে ফুলতলা উপজেলার গাড়াখোলা স্কুল মাঠে গাড়াখোলা গ্রাজুয়েশন ক্লাব আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ম্যাগাজিন অনুষ্ঠানের সমাপনী দিনে সব প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার খালেদুর রহমান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্যা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, মাষ্টার সানোয়ার মোড়ল, মাষ্টার মোশারফ হোসেন, জাতীয় ক্রীড়াবিদ মোঃ আফসার বিশ্বাস, লুৎফর বিশ্বাস প্রমুখ।