লালপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের লালপুর উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়নের উদ্যোগে সোমবার এক বর্ণাঢ্য নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। বিলমাড়িয়া থেকে পাথরঘাটা পর্যন্ত দীর্ঘ এ নৌযাত্রা নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি মো. মহসিন আলম এবং বিলমারিয়া ইউনিয়নের আমির আনেজউদ্দিন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

পুরো নৌযাত্রা জুড়ে কর্মীরা স্লোগান, আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে মিলিত হয়ে সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিলমাড়িয়া থেকে পাথরঘাটা পর্যন্ত এই নৌকা ভ্রমণ স্থানীয় এলাকায় এক ভিন্ন আবহ সৃষ্টি করে।