নাটোরে সদর উপজেলা ১ নং ছাতনী ইউনিয়নে গনসংযোগ ও পথসভায় কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর গণ মানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী মননীত (নাটোর-২ সদর ও নলডাঙ্গা) আসেনর এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী বলেন, ইসলামী আন্দোলনকে হত্যা করে শেষ করা যায় না। ১৫ আগস্ট সকাল থেকে তিনি ছাতনী ইউনিয়ন বিভিন্ন এলাকায় ও বাজারে গনসংযোগ ও পথসভা করেন। এই গণসংযোগকালে অধ্যাপক মোঃ ইউনুস আলী বলেন,ইসলামী আন্দোলনকে হত্যা করে শেষ করা যায় না। আমরা জীবনের শপথ আমরা মরলে শহীদ বাঁচলে গাজী। বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। গণঅভ্যুত্থানে ছাত্র জনতা মাঠে নেমে বুলেটের সামনে তাদের বুক পেতে জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির, বিএনপির ও আলেম ওলামাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা ওলামা বিভেগের সভাপতি মাওলানা রুহুল আমীন জিহাদী, মাওলানা কারী আব্দুল মজিদ, ১ নং ছাতনী ইউনিয়নের আমীর মোঃ নুরুজ্জামান, জামায়াতে ইসলামী মনোনিত ছাতনী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান প্রমুখ।