গ্যাসের অবৈধ ব্যবহার শণাক্তকরণ এবং উচ্ছেদ অভিযানে গত ৯ মাসে ৪০ হাজারের বেশি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তিতাস সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৬ জুন পর্যন্ত ঢাকা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ৩ শত ৪৫টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। এতে ২৫৫টি শিল্প, ২১৭টি বাণিজ্যিক ও ৩৯,৮৭৩টি আবাসিকসহ মোট ৪০,৩৪৫ টি অবৈধ গ্যাস সংযোগ ও ৮৮,২৯৩টি বার্নার বিচ্ছিন্নসহ অভিযানগুলোতে ১৭৪ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে। তিতাস জানায়, গ্যাসের অবৈধ ব্যবহার শণাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সর্বশেষ সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ -এর আওতাধীন এলাকার বিভিন্ন স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আঞ্জুরা বিল্ডিং, রোড নং-০৪, ব্লক- এফ, বনানী, ঢাকা-১২১৩ এ তিনটি হোটেলে বাণিজ্যিক গ্যাস সংযোগ পরিলক্ষিত হওয়ায় রাইজারটি পিডিসি করা হয়েছে।