দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে নির্মিত প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানেলে যান চলাচল সীমিত থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকেই এই সীমিত যান চলাচল কার্যকর হয়েছে বলে জানিয়েছেন টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল। তিনি বলেন, রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘেœ সম্পন্ন করতে প্রয়োজনে উভয় প্রান্তের টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, কর্ণফুলী টানেল ২০২৩ সালের ২৯ অক্টোবর উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার যানবাহন এই টানেল দিয়ে চলাচল করছে। অথচ প্রাথমিক সমীক্ষায় ২০২০ সালে চালু হলে দৈনিক ২০ হাজার ৭১৯টি গাড়ি চলাচলের পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের জন্য পূর্বাভাস সংশোধন করে দৈনিক ১৮ হাজার ৪৮৫ যানবাহন নির্ধারণ করা হয়। কিন্তু উদ্বোধনের প্রায় দুই বছর পরও সেই পূর্বাভাসের কাছাকাছি যান চলাচল হয়নি।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই সড়ক সুড়ঙ্গের মোট ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।