মো. লাভলু শেখ লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গেলে বিএসএফের গুলীতে সবুজ (২৫) নামে ১ বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। বিএসএফ লাশ ভারতের ভেতরে নিয়ে গেছে।

গত বৃহস্পতিবার ভোরে ৮৬৪/৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সবুজ ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফ-এর চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলী ছুড়ে। এসময় গুলীবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়। ঘটনার পর পরিস্থিতি নিয়ে ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে।