বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

নীলফামারী শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আযাদের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ মুছা ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান।