নারায়ণগঞ্জ সংবাদদাতা : পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। বৃহস্পতিবার দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামন রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন সহ মহানরগী ও থানার বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সউদ আল মাসুদ।
প্রধান অতিথি বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধের জন্যই প্রয়োজন পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তিনি বলেন, বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্র-গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর এদেশের মানুষ আশা করেছিল রাজনৈতিকভাবে স্থিতিশীল এক বৈষম্যমুক্ত বাংলাদেশের। সাধারণ মানুষের প্রত্যাশা ছিলা চাঁদাবাজ, দুর্নীতিবাজমুক্ত ইনসাফের ভিত্তিতে গড়ে উঠা এক সুখী-সমৃদ্ধ বাংলাদেশের। জাতি আশা করেছিল সকল হানাহানি ও ভেদাভেদ ভুলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট সরকার কর্তৃক লুষ্ঠিত দেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলার কাজে ব্রতি হবে। কিন্তু জাতি হতাশ হয়ে দেখল দেশকে গড়ার পরিবর্তে আবার দ্বিধাবিভক্তির পথ বেছে নেয়া হলো। এ অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য এবং ভবিষ্যতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধের জন্য প্রয়োজন পি আর পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আমীর মুমিনুল হক বলেন, দেশের চলমান পরিস্থতিতে জামায়াতে ইসলামী নিশ্চুপ থাকতে পারেনা। তাইতো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে জামায়াত পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনে ময়দানের নেমেছে।
সভাপতির বক্তব্যে মহানগরী আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক লুটপাটকৃত ভঙ্গুর অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরিয়ে আনা হবে, ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ব্যাবহার করে ধ্বংস করে যাওয়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অরগানগুলো দ্রুত সংস্কার করে দেশকে এক মজবুত ভিত্তির উপর দাঁড় করানো হবে।
দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জুলাই অভ্যুত্থান পরবর্তি সময় থেকেই নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।