টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : প্রাণিসম্পদ খাতে সচেতনতা ও আধুনিকায়নের বার্তা ছড়িয়ে দিতে টঙ্গীবাড়ীতে অনুষ্ঠিত হলো প্রাণীসম্পদ প্রদর্শনী ও র্যালি। বুধবার সকালে সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ কর্মসূচি সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম দেওয়ান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. কালী শংকর পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. সিরাজুম মুনিরা ও টঙ্গীবাড়ী থানার এসআই মো. ওসমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।
বক্তারা প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
পরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আত্রাই (নওগাঁ)
উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো. বেলাল হোসেনের সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. নুরে আলম সিদ্দিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মুনসুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান প্রামানিক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো.পি এম কামরুজ্জামান,প্রশাসনিক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন, উপজেলার সফল উদ্দোক্তা মো.সলেমিন ও ডাঃ মির্জা মো.নাদিম হোসন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে প্রাণিসম্পদ সম্প্রচার এবং প্রদর্শনী প্রদর্শন করা হয়। এছাড়াও ২৭ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকা প্রদান, কৃমিনাশক ঔষধ বিতরণ, ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সৈয়দপুর (নীলফামারী)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী ইমাম, সৈয়দপুর প্রেক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, ডেইরি এসোসিয়েশনের সভাপতি সহিদ আজিজ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডা. তাসনিয়া রহমানের উপস্থাপনায় ডা. আব্দুল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষণ, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা, খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, খামারী মমিনুল ইসলাম, মনোয়ার হোসেন প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর)
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ফিতা কেটে এবং পায়রা অবমুক্তের মাধ্যমে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। প্রাণিসম্পদ প্রদর্শনীর ২৯টি স্টল পরিদর্শন করেন তিনি। স্টলগুলোতে উন্নতজাতের দুম্বা, গাড়ল, তোঁতাপরী, ঘোড়া, বিদেশী বিড়াল, মহিষ, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রজাতির পশু সকলের নজর কাড়ে।
এরপর বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবক আব্দুল খালেক মোল্লা, সাংবাদিক আলী আক্কাছ, খামার উদ্যোক্তা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, খামারীরাসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
নান্দাইল (ময়মনসিংহ)
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবু সাদাত মো. সায়েম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাত।
নান্দাইল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মশিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও ফাতেমা জান্নাত তাঁর বক্তব্যে বলেন, খামারীগণ তাদের পশু-পাখির চিকিৎসায় বেশি বেশি এ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। তাই সকল খামারীগণদেরকে যথোচিত এ্যান্টিবায়োটিক ব্যবহার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেবেকা সুলতানা ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নাছিমা আক্তার প্রমুখ।