গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত ৩ জন পুলিশ সদস্যের পদোন্নতি দিয়ে ব্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়েছে। ২০এপ্রিল (রবিবার) গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩ জন পুলিশ সদস্যের মাঝে পদোন্নতি র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় তিনি পুলিশ সদস্যদের পেশা দারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডুসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।