সিরাজগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি পালন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা নির্ধারণ ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সিরাজগঞ্জে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। জেলা জজ আদালত চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতার আওতায় আনতে হবে। একই সঙ্গে বর্তমান ব্লক পদ বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। তারা আরও জানান, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মবিরতির সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা জজ আদালতের স্টেনো সাজ্জাদুল ইসলাম।