ভোলা সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন যুবদল কর্মী মো. আলাউদ্দিন ও শ্রমিকদল নেতা মো. ফরিদ উদ্দিন। তারা মামলার এজাহারে যথাক্রমে ১ নম্বর ও ২ নম্বর আসামি।
বৃহস্পতিবার গভীর রাতে নোয়াখালীর হাতিয়া থেকে আলাউদ্দিন ও ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ফরিদ উদ্দিনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এর আগে ২ জুলাই দুপুরে র্যাব ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মামলার ৫ নম্বর আসামিকে গ্রেফতার করে। এ ছাড়া ঘটনার পরদিনই ভুক্তভোগীর সতিনকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলার মোট সাত আসামির মধ্যে চারজন গ্রেফতার হলো।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো সোহান সরকার জানান, “রাতভর অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “এই ঘৃণ্য অপরাধের কোনো ধরনের ছাড় নেই। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।”