টাঙ্গাইলের সখিপুরে মায়ের সঙ্গে অভিমান করে জিহাদ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জিহাদ দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের (বেতুয়া শাখার) পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং মালদ্বীপ প্রবাসী আনিসুর রহমানের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সন্ধ্যার পর সমবয়সী চাচাতো ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় জিহাদের। এ নিয়ে মা তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ আগেই জিহাদ দাদার সঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করেছিল। রাতের খাবার শেষে মা ঘরে ফিরে দেখেন নিজের থাকার ঘরেণ জিহাদ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশু জিহাদের মৃত্যুর খবরে স্তব্ধ পরিবারসহ এলাকাবাসী। বিলাপ করতে করতে জিহাদের মা বলতে থাকেন, আমার জিহাদকে রেখে আমি কোথাও যাব না। স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

দীপ্তি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সুজন আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। জিহাদ ছিল মেধাবী ছাত্র, পরীক্ষা দিয়েছে। শিশুদের মানসিক জগৎ খুব স্পর্শকাতর। এজন্য অভিভাবকদের আরও সতর্ক ও সংবেদনশীল হওয়া প্রয়োজন।