চট্টগ্রামে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে মোট ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন হাসপাতালে শনাক্ত হয়েছেন ৯ জন। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল ও শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দিয়ে শনাক্ত হয়েছেন।

চলতি জুন মাসেই চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৪ জনে। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।

করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠায় গত ১১ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের নিয়ে এক জরুরি সভা করেন। সভায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২-কে করোনা রোগী চিকিৎসায় নির্ধারণ করা হয়। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য একটি আলাদা ওয়ার্ড প্রস্তুত করার কার্যক্রমও চলছে।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।