নোয়াখালী সংবাদদাতা : গণভোট ২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে জেলা পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ জানুয়ারি বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গণভোটকে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উল্লেখ করে সঠিক তথ্য, দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।