সাদুল্লাপুর উপজেলার কামাপাড়ায় বজ্রপাতে নিহত সোহাগ মিয়ার পরিবারের মাঝে চেক সহায়তা প্রদান করা হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের প্রচেষ্টায় মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের পক্ষ থেকে নিহত সোহাগ মিয়ার পিতা হামিদুল ইসলাম ও মা নাহার এর হাতে ১০ হাজার টাকার চেক সহায়তা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল হক। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুল হুদা রাশেদ, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।