কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের সুড়াইল গ্রামে ১৭ জানুয়ারি বাদ মাগরিব তরুনদের আয়োজনে পবিত্র শবে মেরাজের গুরুত্ব শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালাই টেকনিকাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল আলীম, উলামা মাশায়েখ সভাপতি মাওঃ মোজাফ্ফর হোসেন, সুড়াইল মসজিদের সাবেক ইমাম মাওঃ মোঃ ওসমান গুনী, আহম্মেদাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মোঃ গোলাম আযম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-০২ আসনের এমপি প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ। বক্তারা দুনিয়াতে মুমিনেন করণীয় উপর দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। শেষে দেশ-জাতীর কল্যাণে ও গ্রামবাসীর সকল মৃতব্যাক্তি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে পরিচালনা করেন মাওলানা মোঃ ফেরদৌস হোসেন।
গ্রাম-গঞ্জ-শহর
পবিত্র শবে মেরাজ উপলক্ষে আলোচনা সভা
জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের সুড়াইল গ্রামে ১৭ জানুয়ারি বাদ মাগরিব তরুনদের আয়োজন