স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ ফ্যাসিস্ট সরকারের সময় তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ভয়ংকর ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে দেশনেত্রী বেঁচে আছেন—জনগণের অধিকারের নেতৃত্ব দিতে আবারও শক্ত হয়ে দাঁড়ানোর জন্য।”
শুক্রবার বাদ জুমা টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন বিএনপি কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর–৬ আসনের এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। তাঁকে নিঃশব্দে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার সব ধরনের অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। জনগণই তাঁর শক্তির উৎস।”
টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন,
“মিথ্যা মামলা, দমন–পীড়ন, গুম–খুনের রাজনীতি হাসিনার গদি টিকিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য জেগে উঠেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। ”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাবর আলী এবং সঞ্চালনা করেন ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার।
বক্তৃতা দেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান ও মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, অধ্যাপক আব্দুল মোতাবেক।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা, দমন–পীড়ন ও প্রশাসনিক জুলুমে দেশকে গভীর সংকটে নিমজ্জিত করে রেখে গেছে ফ্যাসিবাদী সরকার।
তারা বলেন, “বেগম জিয়া শুধু একজন নেতা নন; তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁকে বন্দী রাখা মানেই জনগণের অধিকারকে বন্দী রাখা।”
শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং সাধারণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।