স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর ও জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ৮ টায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চন্দনা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে শিবির নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত। তিনি বলেন, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা ভিন্নমতের রাজনীতিকে দমন করার নৈতিকতাবিরোধী অপচেষ্টা এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রশিবির সভাপতি রেজাউল ইসলাম। তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হলে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অপরিহার্য। সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ, যারা হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।