সমাজ ও দেশ পরিবর্তনের অঙ্গীকার বিষয়কে সামনে রেখে সরকার অনুমোদিত স্বে”চ্ছাসেবী ও সামাজিক সংগঠন চলনবিল ফাউন্ডেশনের আয়োজনে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর বাজারে চলনবিল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আঃ সাত্তারের সভাপতিত্বে মাহে রমজানের তাৎপর্য ও যাকাতের গুরুত্ব বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন। রমজানের তাৎপর্য ও যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা করেন এলাকার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। ডাঃ আঃ সাত্তার বলেন,

‘দেশে ধর্ষণ করোনা ভাইরাসের মতো মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ধর্ষিতরা সমাজে বেশি লাঞ্ছিত হলেও প্রচলিত আইনের ফাঁক গলিয়ে ধর্ষকরা পার পেয়ে যান। বিচারহীনতায় ধর্ষকরা উৎসাহিত হয়, বেড়ে যায় তাদের দৌরাত্ব। কিন্তু ভুক্তভোগী পরিবারকে সারাজীবন এ ক্ষত বয়ে বেড়াতে হয়। ইসলাম প্রধান দেশে ইসলামী আইনে ধর্ষকদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।