ভুল জায়গায় বারবার বিশ্বাস না করে একবার দাঁড়িপাল্লাকে দেখার আহবান করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ,তিনি আরো বলেন“ন্যায় ও সততার পক্ষে, ইনসাফের পক্ষে আপনারা ভোট দিন।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনার সাথে সাথে পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তিনি এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামীর রাজনীতি ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

আবুল কালাম আজাদ বলেন, “আমরা সারাজীবন ভুল করেছি। যোগ্য প্রার্থীর হাতে আমরা ভোট দিতে পারিনি। ভুল জায়গায় বিশ্বাস করে বারবার ভোট দিয়েছি। সবাই কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি।”

নিজের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আরও বলেন, “আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি—আপনারা লিখে রাখুন। আপনাদের আমার কাছে আসতে হবে না, আমাদের পেছনে ঘুরতেও হবে না। আল্লাহ যদি সুযোগ দেন, এমপি নিজেই ঘুরে ঘুরে দেখবে কোথায় কী কাজ দরকার, কোথায় রাস্তা হবে, কোথায় স্কুল হবে, কোথায় উন্নয়ন প্রয়োজন। আপনাদের বলার আগেই সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা যদি তা করতে না পারি, তাহলে আর কোনো দিন আপনাদের কাছে আসব না।”

পথসভা ও উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। বিশেষ করে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব সরকার,পাকা ইউনিয়ন জামায়াতের আমির সাহেব আলী,সেক্রেটারি আব্দুর রহমান,থানা শিবিরের সহ সাহিত্য সম্পাদক নাঈম ইসলাম,পাকা ইউনিয়ন শিবির সভাপতি জাফর আহমেদ সহ আরো দায়িত্বশীলরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।